লোহাগাড়া চুনতির শাহ মাওলানা হাবিব আহমদ (রহ.) কর্তৃক প্রবর্তিত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেসানী (রহ.) এবং আউলিয়ায়ে তরীকতের শিক্ষা ও জীবনাদর্শ আলোচনা উপলক্ষে ৩৯তম বার্ষিক তরীকত সম্মেলন আগামীকাল ৩ মার্চ চুনতী সীরত ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত তরীকত সম্মেলন চলবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত। প্রেস বিজ্ঞপ্তি।