আওয়ামী লীগ নেতা, সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালাম বলেছেন, আইন সবার জন্য সমান। আমরা প্রত্যেকেই আইন মানতে বাধ্য। সিআরবির প্রাণ প্রকৃতি বিনষ্ট করে যারা এখানে হাসপাতাল নির্মাণ করতে চান, তারাও দেশের নাগরিক হিসেবে আইনের ঊর্ধ্বে নন। ২০০৮ সালে সিডিএ চেয়ারম্যান থাকাকালীন আমার হাত দিয়েই সিআরবিকে হেরিটেজ জোন ঘোষণা করেছিলাম। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি তা গেজেট আকারে প্রকাশ করেছিলেন। তাই সিআরবির প্রাণ প্রকৃতি যারা বিনষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারা দেশের শত্রু, জনগণের শত্রু এ কারণেই আমি প্রথম থেকেই নাগরিক সমাজ, চট্টগ্রামের সিআরবি রক্ষার আন্দোলনের সাথে একাত্ম ছিলাম এবং বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত সাথে থাকবো। এ আন্দোলন সত্য ও ন্যায়ের পক্ষের আন্দোলন। চট্টগ্রামর মানুষ চায় না এখানে কোনো ব্যবসায়িক স্থাপনা নির্মিত হোক। নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং বাচিক শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, সাংবাদিক মহসীন কাজী, সাংবাদিক ঋত্বিক নয়ন, কবি মিনু মিত্র, সাংবাদিক নুরুল আজম প্রমুখ। বক্তারা বলেন, আমরা চাই বঙ্গমাতার নামে সিআরবিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হোক। আর সে সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।