চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হলিডে মার্কেটের উদ্যোগকে স্বাগত জানালেন চসিক মেয়র। তিনি বলেন হলিডে মার্কেটের কনসেপ্ট এখন বিশ্বব্যাপী সমাদৃত। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে পাহাড়তলীস্থ আমবাগান রোড বাংলাদেশ রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত ২য় বাংলাদেশ সিএমএসএমই ট্রেড ফেয়ারের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন। গত ২৭ ফেব্রুয়ারি হোটেল আগ্রাবাদের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, নারীরা এখন পুরুষের চাইতে কোন অংশে পিছিয়ে নেই। বরং তারা অনেক এগিয়ে। কারন তারা ঘরকন্যা ও ব্যবসা-বাণিজ্য দুটোই পাশাপাশি করে যাচ্ছেন। আর যারা ক্ষুদ্র উদ্যোক্তা আগামীতে তারাই সফলভাবে ব্যবসা পরিচালনা করবে। তিনি সরকারের নারী উদ্যোক্তাবান্ধব নীতিমালার প্রশংসা করে বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা নারীর উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি চট্টগ্রামের নারীদের ঘর থেকে বাইরে এনে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার আন্দোলন সৃষ্টি করে বিশেষ ভূমিকা রাখার জন্য মনোয়ারা হাকিম আলীকে সাধুবাদ জানান। তিনি বলেন মেলা শুধু বিকি-কিনির জন্য নয়, মেলার মাধ্যমে একদিকে যেমন উদ্যোক্তারা উজ্জীবিত হয়, অন্যদিকে নতুন নতুন নারীরা ব্যবসার ধারণা সংগ্রহ করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেন। বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য উইম্যান চেম্বার কাজ করে যাচ্ছে। তাদের সব ধরনের কর্মকান্ডে চিটাগাং চেম্বার তাদের পাশে আছে এবং থাকবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দুটি চেম্বার যৌথভাবে কাজ করে যাবে। সম্মানিত অতিথির বক্তব্যে ও চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, চিটাগাং উইম্যান চেম্বারের নারী উদ্যোক্তাদের সাথে কাজ করতে এসে আমি নতুন ব্যবসায় সম্পৃক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ হই এবং চট্টগ্রামের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র মাটি-টা গড়ে তুলি। তিনি মেয়রকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মুখের রাস্তায় সাপ্তাহিক ছুটির দিনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হলিডে মার্কেট করার প্রস্তাব দেন। মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসাইন সম্মানিত অতিথির বক্তব্যে বলেন সিএমএসএমই খাতের উদোক্তাদের জন্য মেঘনা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব ধরনের ঋণ সুবিধা প্রদান করছে। তাছাড়াও ব্যাংকের সিএসআর কর্মকান্ডের আওতায় উদ্যোক্তাদের জন্য নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করা সম্ভব। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, করোনার মহামারী মোকাবেলা করে নারী উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন কিছুটা সহযোগিতা পেলে তারা আবার নিজেদের ব্যবসা-বাণিজ্য গুছিয়ে তুলতে পারবেন। হলিডে মার্কেটের প্রস্তাবে সম্মতি জানানোর জন্য প্রধান অতিথি চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন দেশটা আমাদের সকলের। আমরা নারী-পুরুষ নির্বিশেষে সকলে মিলে কাজ করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাইস- প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন। তিনি তার বক্তব্যে মাসব্যাপী মেলার নানান কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং মেলা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সিনিয়র ভাইস- প্রেসিডন্ট আবিদা মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা নারী উদ্যোক্তাদের জন্য বছরব্যাপী নানান কর্মকান্ড পরিচালনা করে থাকি। তিনি মেলা আয়োজনে সকল মহলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভবিষ্যতে আমাদের সার্বিক কর্মকান্ডে আপনারা আমাদের পাশে থাকবেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজী আনোয়ারুল হক হনি, এস. কে. বারী। মেলায় অংশগ্রহণকারীদের মাঝে অনুভূতি প্রকাশ করেন সদস্য পারভীন আক্তার, আনোয়ারা শাহরিয়ার রিনু ও শিরিন আক্তার শিল্পী। শেষে মেলায় অংশগ্রহণকারী এবং মেলা চলাকালীন সময়ে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষনার্থীদের মাঝে সম্মাননা ও সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।