লেখক শামছুল আরেফিন শাকিল রচিত ‘দাহকালের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব গত রোববার জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। বলাকা প্রকাশন অমর একুশে বইমেলা-উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে। বীজন নাট্য গোষ্ঠীর আয়োজনে আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থে প্রকাশিত কাব্যের প্রশংসা করেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজি।
দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাংবাদিক সারোয়ার সুমন, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, শাহেদ সারোয়ার শামীম, রেবা বড়ুয়া, অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, রুপেশ কান্তি দে তপু, কাজী শামসুল আহসান খোকন, মোসাদ্দেক আহমেদ, রূপায়ন বড়ুয়া, শাহীন চৌধুরী, অধ্যক্ষ নীলুফা ইয়াসমিন জয়িতা, এমদাদুল করিম সৈকত, বাপ্পি হায়দার, মোশারফ ভূঁইয়া পলাশ, চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, বনানী শেখর, শামসুল আজম মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।











