চকবাজার ওয়ার্ডে গণটিকা কার্যক্রম

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা মুন্সিপুকুর পাড় এলাকায় কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে গতকাল সোমবার গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সহযোগিতায় প্রায় ৫ হাজার ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হয়। গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এসময় কাউন্সিলর নূর মোস্তফা টিনু বলেন, করোনার মৃত্যুহার বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশে এখনো কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কোটি মানুষকে করোনার গণটিকা দিতে উদ্বুদ্ধ করতে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল হক রঞ্জু, ইউসুফ শরীফ, বেলাল হোসেন ফরহাদ, আবুল খায়ের বাচ্চু, মো. আনিসুজ্জামান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে দুই কোটি টাকার আফিমসহ আটক ২
পরবর্তী নিবন্ধকাজেম আলী স্কুলে ৪০০ ছাত্রছাত্রীর টিকাদান কর্মসূচি