সীতাকুণ্ড চন্দ্রনাথধামে ও মহেশখালীর আদিনাথ মন্দিরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা। মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের ঢল নেমেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গত রবিবার রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেন এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাঁচটি ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত তীর্থ যাত্রী নামছেন সীতাকুণ্ডে। গতকাল সোমবার গিরিশ ধর্মশালা প্রাঙ্গণে তিনদিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। এদিকে খোলা জায়গায় অবস্থান নেওয়া তীর্থযাত্রীদের মধ্যে গতকাল রাতে কম্বল বিতরণ করেছেন মেলা কার্যকরী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। মহেশখালী প্রতিনিধি জানান, মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরেও শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা। গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিট, ৪০ সেকেন্ড থেকে শুরু হয়েছে শিব দর্শন, শেষ হবে আজ মঙ্গলবার রাত ১টা ৭ মিনিট ৪৮ সেকেন্ডে। এ উপলক্ষে মৈনাকের পাদদেশে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী আদিনাথ মেলা। আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।












