দেশে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নামল

নতুন আক্রান্ত ৮৯৭, মৃত্যু ৪

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

সংক্রমণের নিম্নমুখী ধারায় দেশে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত কোভিড রোগীর হার দুই মাস পর ফের ৪ শতাংশের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের। খবর বিডিনিউজের। দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্তের হার এর চেয়ে কম ছিল সর্বশেষ গত ৩ জানুয়ারি। সেদিন প্রতি একশ নমুনা পরীক্ষায় ৩ দশমিক ৩৭ জনের কোভিড পজিটিভ এসেছিল। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭ জনের। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৭ হাজার ৯৭৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৬৭৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৫ শতাংশের বেশি। যে ৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবি ইসলামের ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধআজ গোলাম ছোবহান (র.) স্মরণে দোয়া মাহফিল