নদীর ধারে নবজাতক

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

বান্দরবানে সূয়ালক ইউনিয়নের কদুখোলায় নদীর পাড়ে মিললো নবজাতক একটি ছেলে শিশু। খালে মাছ ধরতে গিয়ে কান্না শোনতে পেয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এক দম্পতি। পরে ৯৯৯ এ ফোন করলে রোববার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এর পর সদর হাসপাতালে বেবি কর্নারে নিবিড় পরিচর্যায় শিশুটিকে চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ও হাসিনা বেগম দম্পতি বলেন, সকালে আমরা বাড়ির পাশের খালে মাছ ধরতে যাই। সেখানে হঠাৎ শিশুর কান্না শোনতে পেয়েছি। কান্নার শব্দ শোনে এগিয়ে গেলে বস্তা পেচানো অবস্থায় একটি ছেলে দেখতে পাই। পরে আমরা শিশুটিকে বাসায় নিয়ে আসি। খবরটি ছড়িয়ে পড়লে পাড়াবাসীরা ৯৯৯ এ ফোন করে। বিষয়টি জানলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এদিকে নবজাতক শিশুটি তীব্র শীতে খালি গায়ে পড়ে ছিলো নদের পাড়ে। ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুটিকে তার মা-বাবা সামাজিকভাবে পরিচয় গোপন রাখতে বস্তায় করে খালের পাড়ে ফেলে রেখে এসেছিল। কদুখোলা স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. রফিকুল আলম বলেন, স্থানীয় বাসিন্দা আবদুল করিম ও হাসিনা বেগম দম্পতি খালের পাড়ে ফেলে রাখা শিশুটিকে উদ্ধার করেছে। ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ বাচ্চাটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেন। পরে শাররীক অবস্থা পর্যবেক্ষণের জন্য বাচ্চটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার মনজুরুল আলম বলেন, হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমায়া রানী সেন
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর কলেজ বাজারে আগুন পুড়ল ৫ ব্যবসা প্রতিষ্ঠান