নগরীর রহমতগঞ্জের গণি বেকারি মোড়ে এক যুবকের চোখে মুখে অ্যাসিড নিক্ষেপ ঘটনায় সুমিত ধরকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় সুমিতের স্ত্রী মমিতা দত্ত এ্যানীকে (২৬) খালাস দেয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যুবকের চোখে মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দুজনই গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে গিয়ে তারা পলাতক হয়ে যায়। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত সুমিত ধর কক্সবাজারের চকরিয়া থানার হারবাং এলাকার দেবব্রত ধরের ছেলে।
এদিকে রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ভোক্তভোগী তমাল চন্দ্র দে, তার বাবা ও মা। রায় পরবর্তী তিনি প্রতিক্রিয়াও জানান। তিনি বলেন, ‘আমরা আপিল করব। আমরা ন্যায় বিচার পাইনি।’ আদালতসূত্র জানায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জের গণি বেকারি মোড়ে তমাল চন্দ্র দে’র উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এতে তমালের মুখমণ্ডল ও চোখ ঝলসে যায়। তমালের সাথে মমিতা দত্ত এ্যানীর প্রেমের সম্পর্ককে ঘিরে এ হামলা হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করেছেন তমালের বাবা। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি তমালের বাবা বাবুল চন্দ্র দে কোতোয়ালী থানায় মামলাটি করেন। মামলার এজহারে উল্লেখ করা হয়, তমালের সাথে মমিতা দত্ত এ্যানির প্রেমের সম্পর্ক ছিল। একটা সময় তাদের বনিবনা না হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর মধ্যে মমিতা দত্ত এ্যানি সুমতি ধরকে বিয়ে করেন। বিয়ে পরবর্তী তমালকে অনেক বার অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়া হয় উল্লেখ করে এজহারে আরো উল্লেখ করা হয়, হুমকি ধমকির একপর্যায়ে ঘটনার দিন ডেকে নিয়ে তমালের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। আদালতসূত্র আরো বলেন, ২০১৮ সালের ৩০ আগস্ট সুমিত ধর ও এ্যানির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।