দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবারের সমাবেশ সফল করার আহ্বান

মহানগর বিএনপির প্রস্তুতি সভা

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। নিত্যপণ্যের বাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও না। দুর্নীতির কারণে বাজারের অবস্থা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রতিটি জিনিসের দাম বেড়েছে অন্তত ২০-২৮ শতাংশ। চরম দুর্নীতির প্রভাব গিয়ে পড়ছে বাজারে। এর চড়া মাশুল দিতে হচ্ছে ভোক্তা সাধারণকে। এর প্রতিবাদে আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্র ঘোষিত চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচিতে চট্টগ্রামবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করব, চট্টগ্রামের প্রশাসন আমাদের সহযোগিতা করবে।
তিনি গতকাল শনিবার বিকেলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। সভায় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সবাইকে সোচ্চার হতে হবে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মাহ্বুব আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমিনের পক্ষে অনুদানের চেক হস্তান্তর