দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মায়মুনুর রশীদ নাহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও মডেল স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ বদিউল আলম সাইফু, মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন মিসবাহুর রশীদ ওয়াহিদ, মুহাম্মদ আবুল হাসনাত, মুহাম্মদ জুবাইর হাসান, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ তারেক আরমান, মুহাম্মদ আসিফ, সাব্বির আহমদ, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ রাজু, মুহাম্মদ আজগর, মুহাম্মদ হাসান, মুহাম্মদ রোহান, তাহিয়া, সানজিদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশনের অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবারের সমাবেশ সফল করার আহ্বান