তাবিজ-কবজ করে হত্যার গুজবে বান্দরবানের রুমায় কার্বারি (পাড়া প্রধান) ও তার ৪ ছেলেকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত কার্বারির ছেলের বউ হায়পোয়ে ম্রো বাদী হয়ে রুমা থানায় গত শুক্রবার রাতে এ মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আবুপাড়া থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পাসিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পালে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেনপ্রে ম্রো (২০), খংপ্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) এবং মেনপং ম্রো (৩৭)। এরা সবাই রুমার গ্যালেংগা ইউনিয়নের পান্তলা মৌজার আবু পাড়ার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হবে।
নিহত আবুপাড়া কার্বারি লরুই ম্রোর নাতি থাংপই ম্রো বলেন, পাড়াবাসী আমার দাদু, বাবা, চাচাদের মেরে ফেলেছে। আমরা তাদের কোনো কিছুই করিনি। হত্যার পর লাশগুলো নদী ও খালের নিচে ছুঁড়ে ফেলেছিল তারা। আমাদের কাউকে কাছেও যেতে দেয়নি।
এদিকে ঘটনাস্থল রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকা গতকালও ছিল থমথমে। অনেকটা ফাঁকা ছিল পাড়ার রাস্তাঘাট। গ্যালেঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জেরীন আখতার জানান, হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল রাতের বেলায়। পাড়া কার্বারির পরিবারের সঙ্গে পাড়াবাসীর জুম চাষের জমি নিয়ে বিরোধ ছিল। তাবিজ-কবজ করে হত্যার গুজবও ছড়িয়ে পড়েছিল পাড়াবাসীর মধ্যে। তারা ক্ষুব্ধ হয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে কার্বারি ও তার চার ছেলেকে। হত্যা মামলায় এরই মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুসংস্কারচ্ছন্ন দুর্গম আবুপাড়া এলাকায় পাড়াবাসী সংঘটিত হয়ে পাঁচজনকে হত্যা করে। নিহতরা হলেন বোমাং সার্কেলের আবুপাড়া কার্বারি (পাড়া প্রধান) লরুই ম্রো, তার ছেলে রুমথুই ম্রো, লেংঙিন ম্রো, মেন ওয়াই ম্রো এবং রিংরাও ম্রো।