হাটহাজারী পুণ্ডরীক ধাম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর পুণ্ডরীক ধাম পরিদর্শন করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মন্দিরে আসেন। এ সময় ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়
কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন মন্দিরে পূজা দেন এবং আরতি করেন। পরে পুণ্ডরীক ধামে অবস্থিত কার্তয়নী মন্দির, পুন্ডরীক বিদ্যানিধি মন্দির, প্রভুপাদের মন্দির, রাধাকুন্ড, গিরি গোবর্ধন মন্দির পরিদর্শন করেন। এছাড়া পুণ্ডরীক ধামের অনাথ আশ্রমের শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নন্দনকানন রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক তারননিত্যানন্দ দাস ব্রহ্মচারী, বিপ্লব পার্থ, হাটহাজারী থানার ওসি (তদন্তা) রাজীব শর্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা সজীব চক্রবর্তী, প্রকৌশলী সুধীর রঞ্জন দাস, রবিন পালসহ অন্যরা।

পূর্ববর্তী নিবন্ধচার হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে বাস্তবমুখী কর্মপন্থা গ্রহণ করতে হবে : শাহাদাত