দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখার আহ্বান

যুব মৈত্রীর ৬ষ্ঠ কাউন্সিল

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা ৬ষ্ঠ কাউন্সিল গতকাল শুক্রবার বিকেলে নগরীর জে এম সেন হলে, সংগঠনের জেলা সভাপতি কায়সার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ মাস্টার দা সূর্য সেনের প্রতিকৃতিতে মাল্য দান করেন।
৬ষ্ঠ জেলা কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাব্বাহ্‌ আলী খান কলিন্স। উদ্বোধন শেষে আলোচনা সভায় কলিন্স বলেন, বেকারত্ব, বৈষম্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে নাজেহাল করে দিচ্ছে। মানুষের দুর্ভোগ লাগবে সরকার এক প্রকার নিশ্চুপ। সরকারের এই নীরবতা মানুষকে আরো ক্ষতি করছে। তারপর রয়েছে বেকারত্বের অভিশাপ ও বৈষম্যের খড়গ। ধন বৈষম্য থেকে আয় বৈষম্য আজ দৃশ্যমান। বেকারত্ব, বৈষম্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখে দিতে তিনি চট্টগ্রামের যুব সমাজকে আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন, অরণ্য অনিমেষ, আবুল মনসুর, ফারুক আহমেদ রুবেল, শিবলী সাদিক, জয় প্রকাশ চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোরাই প্রাইভেট কারসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধপদ্মবীণা সম্মাননা ও পদক পাচ্ছেন ৪ কীর্তিমান লেখক