চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক জন্টু বড়ুয়ার মা সুমঙ্গ বালা বড়ুয়া গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ লাভ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বিকেলে মহেশখালীর উত্তর নলবিলার গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুৃয়া প্রমুখ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ সুমঙ্গ বালা বড়ুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।