বিজ্ঞানচর্চা ও উচ্চতর গবেষণার স্বপ্ন দেখিয়েছেন জামাল নজরুল ইসলাম

স্মরণসভায় বক্তাদের অভিমত

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

ধ্রুপদ বিজ্ঞানের বিস্ময়কর প্রতিভা অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে কৃতী পরিষদ, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম এবং আমাদের চট্টগ্রামের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মু. সিকান্দর খানের সভাপতিত্বে ও ড. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এই সভায় অংশ নেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, স্থপতি বিধান বড়ুয়া, অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান ও গণিত গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী, প্রকৌশলী এবিএমএ বাসেত, সাবেক সচিব জামালউদ্দীন আহমেদ, অধ্যাপক শফিক হায়দার চৌধুরী, শিল্পী শাহরিয়ার খালেদ, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাজিমউদ্দীন, হালিমা বেগম, অধ্যাপক জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ ইসলাম, নার্গিস ইসলাম ও গবেষক তাসলিমা মুনা।
সভায় বক্তারা বলেন, মৌলিক পদার্থবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্স, কসমোলজির মতো জটিল বিষয়ের উপর বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের গবেষণা আশির দশকে বিশ্বে সাড়া জাগায়। বিজ্ঞানচর্চা ও উচ্চতর গবেষণার স্বপ্ন দেখিয়েছেন বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। তিনি একাধারে বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ, অর্থনীতিবিদ, সঙ্গীতজ্ঞ এবং চিত্রকর। তবে সবার উপরে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। প্রবাসে বসে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধেও তিনি অবদান রেখেছিলেন। জামাল নজরুল ইসলামের মত ক্ষণজন্মা মনীষীদের চর্চা হয়না বলে তরুণরা বিজ্ঞানমুখী হচ্ছেনা বলে মন্তব্য করেন আলোচকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসুমঙ্গ বালা বড়ুয়া