বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সির বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে গত ২০ ফেব্রুয়ারি খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ সহযোগিতাসহ ২৫ কেজি চাল ও কম্বল বিতরণ করেন কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম, তৌহিদুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম, বাহাদুর, এরশাদ, আরিফ, জসিম উদ্দিন, বাবু শীল, বাহাদুর, মিজান, জালাল উদ্দিন, জামাল, রিপন ভট্টাচার্য প্রমুখ। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে রামদাশ মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতি।