খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ২:১২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে একজন মারা গেছে । জেলা সদরের সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম তনবিহারী চাকমা (৫৫)। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত তন বিহারী চাকমা সাতভাইয়াপাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, দুর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতেঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

তবে এ বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানা গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণজয়ন্তী বৃত্তি ওয়েবসাইট চালু করল ভারতীয় হাইকমিশন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মধ্যরাতে পিকআপের ধাক্কায় আনসার সদস্যসহ নিহত ২