ধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী ও মানবতাবাদী হতে শিক্ষা দেয়

মা ফাতেমা (রা.) মাদ্রাসায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রত্যেক ধর্মের মধ্যে মানুষের মৌলিক অধিকার ও মানবতার কথা বলা হয়েছে। ধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী ও মানবতাবাদী হতে শিক্ষা দেয়। যারা ধর্মের প্রকৃত ধারক বাহক তাদের দ্বারা অন্য ধর্মের মানুষ কোনদিন ক্ষতিগ্রস্ত হতে পারেনা। তিনি গত বুধবার উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হযরত মা ফাতেমা (রা.) মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাবার্ষিকী ও দস্তারবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। জিয়াউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার শাহ আমিরী, মামুন রশিদ শাহ আমিরী, কুতুব উদ্দিন শাহ আমিরী, ব্যাংকার আমির হোসেন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন, হাবিবুল হক চৌধুরী, ব্যাংকার জাহাঙ্গীর আলম, মাহফুজ রহমান হাফেজ, শহিদুল ইসলাম জুলু, কাউন্সিলর শফিউল আলম, জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর খোরশেদ গনি, ইউপি সদস্য আবদুল মান্নান গনি, আবদুল রাজ্জাক, রেখা দাশ, আবদুল করিম, শফিউল আলম সওদাগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধযাত্রা বাতিল করে পতেঙ্গার পথে সেন্টমার্টিনগামী বে ওয়ান ক্রুজ