ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কয়েকঘণ্টা পরই লিথুনিয়ার প্রেসিডেন্ট দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবারেই এই জরুরি অবস্থা নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত পাকা করা হবে নাকি বাতিল করা হবে সে প্রশ্নেই ভোট হবে। খবর বিডিনিউজের। লিথুনিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসিদা জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি তার দেশের সীমান্ত বরাবর নেটো জোটকেও সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন।