পটিয়া উপজেলার কুসুমপুরা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার শওকত আকবর স্থানীয় বিভিন্ন খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট ব্যাট, জার্সিসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ক্রীড়া হচ্ছে সামাজিক অস্থিরতা, কিশোর গ্যাং, মাদক ও ইয়াবামুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী জহুরুল আলম, সাজ্জাদ হোসেন হিরু, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হৃদয়, মো. জুয়েল ও বাবু প্রমুখ।