সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। ৯২ বছর বয়সী সাবেক এ প্রধান বিচারপতির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন তার জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। খবর বিডিনিউজের। তিনি বলেন, অবস্থা ভালো না, সংকটাপন্ন বলা যায়। সিসিইউতে আছেন। এক সপ্তাহের ওপরে হাসপাতালে সিএমএইচে ভর্তি। একাধিকবার সিসিইউতে নেওয়া হয়েছে।
২০০১ সালে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পর গুলশানের বাসভবনে অনেকটা নিভৃত জীবন যাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধ্যক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগণটিকা গ্রহণে জনসচেতনতায় উদ্বুদ্ধকরণ র‌্যালি
পরবর্তী নিবন্ধক্রিকেট খেলায় হার জিতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ