লোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া হল ২টি অবৈধ ইটভাটা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা। গতকাল বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ধ্বংস করা হয়েছে ভাটায় তৈরিকৃত কাঁচা ইট। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হল চরম্বা ইউনিয়নের ধুপিপাড়া সংলগ্ন বশির আহমদের মালিকানাধীন লোহাগাড়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এলবিএম) ও নোয়ারবিলা এলাকায় শাহ আলমের মালিকানাধীন মেসার্স চরম্বা রহমানিয়া ব্রিকস (সিআরবি)। এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাশেম খাল ব্রীজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের সংবর্ধনা আজ