সর্বস্তরে বাংলা ভাষা চর্চার বিকল্প নেই

মাইজভাণ্ডারে পুরস্কার বিতরণে সাইফুদ্দীন আল্‌-হাসানী

| বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৪ ফেব্রুয়ারি হযরত সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানীর ৫৫তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্‌রাসার সাবেক ছাত্র সংসদের উদ্যোগে গতকাল ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে নাতে রাসূল (দ.), ক্বেরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট হযরত শাহ্‌সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী। তিনি বলেন, মাতৃভাষা বাংলা আমাদের অহংকার। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি মায়ের ভাষায় কথা বলার জন্য আত্মত্যাগ ও রক্ত দিতে হয়েছে।
তাই সর্বস্তরে বাংলা ভাষা চর্চার বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, কার্যকরী সভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, সিনিয়র সহসভাপতি শাহ্‌জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়ায়েব আল সালেহীন, খিরাম ইউপি চেয়ারম্যান সৌরভ শোয়েব। সভাপতিত্ব করেন নানুপুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার নুরুল আবসার চৌধুরী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে বিকাশের মতবিনিময় সভা