কুহুকুহু সুরে শুনি কোকিলের গান
পলাশ শিমুল আনে রক্তের বান
ঋতুরাজ নিয়ে এল আগুনের দিন
চারিদিকে বাজে কেন বেদনার বীণ?
শুকনো ফুলের কান্না শহিদ মিনারে
কালো বর্ণের ব্যথা এ বুকের গভীরে
সালাম- রফিক আছে চেতনায় মিশে
ধ্বংসের স্রোতে যায় প্রিয়ভাষা ভেসে
বাংলিশ কথা যেন আধুনিক বুলি
নিস্ফল হলো বুঝি একুশের ঝুলি
আজ তাই কেঁদে ওঠে শহিদের আত্মা
মর্গে শুয়েছে এই বাংলার সত্তা
ঝেড়ে ফেলে দাও আবর্জনার স্তূপ
বাংলা -মা ফিরে পাক শাশ্বত রূপ।