জুনিয়র চেম্বার কসমোপলিটনের মেম্বার্স নাইট উদযাপন

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের জমকালো মেম্বার্স নাইট রেস্টুরেন্ট উইন্ড অফ চেইঞ্জ এর রুফটপে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রাম কসমোপলিটন সাবেক প্রেসিডেন্ট রাইসুল উদ্দিন সৈকত, জসিম আহমেদ, গিয়াস উদ্দীন, সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ টিপু সুলতান সিকদার, প্রেসিডেন্ট আবু বকর শাহেদ (শান)। এছাড়াও জেসিআই বাংলাদেশ সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ভিডিও বার্তায় তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসমাইল (মুন্না), এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মীর মোহাম্মদ নাসির, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ বান্টি, ভাইস প্রেসিডেন্ট আয়াজ ইসলাম চৌধুরী, ট্রেজারার জুনায়েদ আহমেদ রাহাত, জেনারেল লিগেল কাউন্সেল রাজু আহমেদ, ডিরেক্টরস মোহাম্মদ মঈন উদ্দিন (নাহিদ), মোহাম্মদ মহসিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন, ইসতিয়াক আলম চৌধুরী. ওমর আলী এবং সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মেম্বারদের জন্য বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম ছিল যেখানে তারা নিজেদের সবার মাঝে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মেম্বারদের জন্য আরও ছিল আনপ্লাগড মিউজিকাল প্রোগ্রাম এবং লাইভ বারবিকিউ ডিনার। এতে বর্তমান সভাপতি শান শাহেদ বলেন, আমাদের মেম্বারদের মধ্যে নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা যাতে আরও সমৃদ্ধশালী হতে পারে সেই লক্ষ্যেই তারা নিজেদের মধ্যে কাজ করে যাচ্ছে এবং সেইসাথে জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের কিছু নতুন নেতৃত্ব বের করে আনা মূল লক্ষ্য। প্রোগ্রামের সার্বিক দায়িত্বে ছিলেন ডিরেক্টর মোহাম্মদ মঈন উদ্দিন (নাহিদ) এবং জেনারেল মেম্বার সৈয়দ আবুল হাসনাত (সায়হান)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সার্বিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধসাইনবোর্ডে বাংলা না লেখায় পাঁচ হাজার টাকা জরিমানা