গন্ধগোকুল লোকালয়ে!

উদ্ধারের পর ফের বনাঞ্চলে অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরতলীর বিসিক শিল্প এলাকা থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি বিপন্ন গন্ধগোকুল উদ্ধার করে দরিয়ানগর বনাঞ্চলে অবমুক্ত করেছে কঙবাজার দক্ষিণ বন বিভাগের কর্মীরা। লিংক রোড বন বিট কাম চেক স্টেশনের কর্মীরা গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই গন্ধগোকুলটি উদ্ধার করেন। স্থানীয়রা জানান, আগে কক্সবাজার বনাঞ্চলে গন্ধগোকুলের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও সাম্প্রতিককালে প্রাণিটি প্রায় বিলুপ্তির পথে। কথিত রয়েছে, প্রাণিটি খাদ্যের অন্বেষণে যেখানেই বিচরণ করুক না কেন, মল ত্যাগের জন্য একটি নির্দিষ্ট স্থানেই ফিরে আসে। দুর্গন্ধের কারণে মানুষসহ অন্যান্য প্রাণি তার মলের কাছে ভিড়তে পারে না। লিংক রোড বন বিট কাম চেক ষ্টেশন কর্মকর্তা মো. সোহেল হোসেন জানান, বেলা ১১ টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে বিসিক শিল্প এলাকা থেকে বিপন্ন গন্ধগোকুলটি উদ্ধার করে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বনকর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী নিবন্ধআলোকচিত্র শিল্পী সেলিম হাসানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধ‘ভালোবাসায় মাতোয়ারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন