উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত, সেন্টমার্টিন যাতায়াত বন্ধ

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় সেন্টমার্টিন যাতায়াত বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। এর ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন যাতায়াত বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে সেন্টমার্টিন যাতায়াত ফের শুরু হবে। এ ছাড়া দ্বীপে ভ্রমণে গিয়ে আসতে না পারা পর্যটকদের সুবিধ-অসুবিধার বিষয়গুলো নজরে রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশরীফকে চাকরিচ্যুতির অনেক কারণ জানাল দুদক
পরবর্তী নিবন্ধযদি বর্ষে ফাল্গুনে…