চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মুজিববর্ষ সিজেকেএস তায়কোয়ানডো লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। তারা ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি তাম্র পদক লাভ করে।
অন্যদিকে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৭টি তাম্র পদক পেয়ে নবীন মেলা রানার্স আপ হয়। এছাড়াও লিগে ১টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে ৩য় স্থান অর্জন করে বাকলিয়া একাদশ।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা ও স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাস। সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আবদুল্লাহ-আল-নোমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মো. লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম বাপ্পি, জাহেদ হোসেন, আলী হাসান রাজু, এম.এ মুছা বাবলু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ।