বাকলিয়ায় প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া কল্পলোক আাবাসিক এলাকা বিদ্যানিকেতন স্কুলে কর্ণফুলী আরবান প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গত ১৭ ফেব্রুয়ারি প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রচার অভিযান সম্পন্ন হয়।
এতে শতাধিক কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন। এডোলোসেন্টদের এ ক্যাম্পেইন আয়োজন করে কর্ণফুলী আরবান প্রোগ্রাাম, ওয়ার্ল্ড ভিশন। বাস্তবায়ন করে হাফিজনগর চাইল্ড ফোরাম ও বিদ্যানিকেতন স্কুল ব্রিগেড। শ্যামল ফ্রান্সিস রোজারিওর সভাপতিত্বে কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রচার অভিযানে আলোচক ছিলেন, ডা. শামীম আরা মুরাদ, খ্রিস্টফার কুইয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রধান শিক্ষক এম এ মতিন। সঞ্চালনা করেন সুজানা আফনান।
বক্তারা বলেন, কিশোরীদের বয়ঃসন্ধিকালীন অসুস্থতা কোনো রোগ নয় একটি স্বাভাবিক ধারাবাহিক দৈহিক প্রক্রিয়া। এসময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক মনছুর প্রেসিডেন্ট ও ফয়সাল সেক্রেটারী
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৩৪ কোটি টাকায় পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন