সাউদার্ন মেডিকেলে ইনার হুইল ক্লাবের চিকিৎসা সামগ্রী হস্তান্তর

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

ইনার হুইল ক্লাব অব লুসাই হিলস ডিস্ট্রিক্ট-৩৪৫ এর পক্ষ থেকে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য একটি ভাইটাল সাইন পেশেন্ট মনিটর ও একটি এলইডি নিউনেটাল ফটোথেরাপি ইউনিট ও গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য একটি গাইনিকোলোজি এসপিরেটর মেশিন প্রদান করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বৈশাখী মেন্ডেজ ও চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির মেশিনগুলো সাউদার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. জয়ব্রত দাশের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মানসী দাশ তালুকদার, মুনিরা হুসনা, মমতাজুন্নেসা, নাজনীন আরা, শামীম আরা আহাদ, হাফসা সালেহ, নাদিরা বেগম এবং হাসপাতালের পরিচালক ডা. আবু মনসুর দিদার আলম, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, গাইনি বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নাসিমা আকতার, ডা. তাহেরা বেগম, ডা. তাহসিন নওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. দেওয়ান আসাদ উল্লাহ।
এতে বক্তারা দরিদ্রদের চিকিৎসা সহায়তা বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন-সংগ্রামে ৫২’র ২১ ছিল প্রেরণার উৎস
পরবর্তী নিবন্ধশোভনদন্ডী নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণ