আন্দোলন-সংগ্রামে ৫২’র ২১ ছিল প্রেরণার উৎস

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভায় মোছলেম উদ্দিন

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দ্বিজাতিতত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভৌগলিক, সাংস্কৃতিক ও ভাষাগত পার্থক্যকে আমলে না নিয়ে এভাবে দেশ বিভাজন যে সঠিক ছিলনা তা পরবর্তীতে প্রমাণ হয়েছে। ১৯৫২ এর ফেব্রুয়ারিতে আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। দেশের সকল আন্দোলন-সংগ্রামে ৫২’র ২১ ছিল প্রেরণার উৎস। বাঙালির প্রতিটি সৃষ্টিশীল কর্মযজ্ঞে একুশের প্রজ্বলিত শিখা আমাদের মানষপটকে আলোকিত করে যাবে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, বাঙালি জাতির প্রেরণার প্রতীক একুশে ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রামের শুরুটা হয়েছিল মূলত একুশে ফেব্রুয়ারি। সভায় বক্তব্য দেন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, আবু সাইদ, অ্যাড. এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাড. মির্জা কছির উদ্দিন, আবু সুফিয়ান, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, অ্যাড. মুজিবুল হক, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবদুল কাদের সুজন, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, নুরুল আমিন চৌধুরী, আবু আহমদ জুনু, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, শামীমা হারুন লুবনা, জাহেদুর রহমান সোহেল, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার চৌধুরী, জীবন আরা বেগম, জগদা চৌধুরী সুপ্রিয়া, কৃষ্ণা রানী দাশ, নুরী মন, আয়েশা সিদ্দিকা রুমি, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রাশেদুল আরেফিন জিসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেলে ইনার হুইল ক্লাবের চিকিৎসা সামগ্রী হস্তান্তর