বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

দেওয়ান বাজার ওয়ার্ড : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী কর্তৃক বরাদ্দকৃত কম্বল বিতরণের অংশ হিসাবে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে প্রতি ইউনিটে ২১০টি পরিবারে মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, আ.লীগনেতা আবু জাফর, আবু তৈয়ব সিদ্দিকী, কাউন্সিলর রুমকী সেনগুপ্তা, আবুল কালাম আজাদ, দিদারুল আলম, সুফিয়ান সিদ্দিকী, শিহাবউদ্দীন, আবদুল্লাহ আল হারুন, শিব্বির আহমেদ বাহাদুর, ইয়ার মোহাম্মদ আজিম, শাহাদাত হোসেন চৌধুরী বাদল, বেলাল হোসেন সিদ্দীকী, শামসুল আলম, ফারুক আহম্মেদ, মো. সালাউদ্দিন, সুমন দত্ত, মো. ওয়াহিদুজ্জামান, শাহিন খান, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মো. সোহেল, মো. মহিউদ্দিন, মো. ইমরান, মো. নয়ন, মো. জসিম, মুজিব মাহিন, আবু জিহাদ সিদ্দীকী প্রমুখ।
পটিয়া প্রতিনিধি
মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন :পটিয়ায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও গাউছিয়া কমিটি পৌরসভা শাখার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার পৌরসদরের বৈলতলী রোডস্থ খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন পৌর কাউন্সিলর গোফরান রানা। গাউসিয়া কমিটি পৌরসভা সভাপতি কাজী আবু মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম,
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, গাউছিয়া কমিটির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গাউসিয়া কমিটির নেতা কে এম দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুফিয়া মাদরাসা : চন্দনাইশ সুফিয়া খাতুন মাদরাসা, হেফজ ও এতিমখানায় শীতার্ত মানুষের মাঝে কমল মিয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সম্প্রতি কম্বল বিতরণ করা হয়। এতে অতিথি ছিলেন মাওলানা মো. নুরুল হক, সৈয়দ শিবলী ছাদেক কফিল, আবু রায়হান টিটু ,ও মুহাম্মদ ইব্রাহীম ছিদ্দিকী।এতে মাদরাসা শিক্ষার্থীসহ শীতার্তদের কম্বল বিতরণ করা হয়।
বরমা মাদরাসা : বরমা ইসলামিয়া দাখিল মাদরাসায় এতিম ছাত্র ও শীতার্তদের কম্বল বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ। উপস্থিত ছিলেন মাহমুদ বিন কাসেম, গোলাম মোস্তফা বাচ্ছু, মো. নুরুল হক, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুবল দেব প্রমুখ। এতে প্রায় শতাধিক শীতার্ত এবং এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপার্থ সারথির উপর হামলাকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে
পরবর্তী নিবন্ধআন্দোলন-সংগ্রামে ৫২’র ২১ ছিল প্রেরণার উৎস