চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আব্দুস সাত্তার বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। প্রবীণ এই রাজনীতিবিদ মৃত্যুর আগ পর্যন্ত জিয়ার আদর্শকে বুকে লালন করে দলের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। তিনি গতকাল ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তারের জন্য ওয়ার্ড বিএনপির উদ্যোগে বলিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন লিপু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, হাসেম সওদাগর, আব্দুস সবুর, মোহাম্মদ জসিম উদ্দিন, মজিবুর রহমান, আলী আজগর, সাইফুল ইসলাম নীরব, মো. ইয়াকুব, মাহবুব মাস্টার, আবুল কালাম আবু, মোহাম্মদ সেলিম, জসীম উদ্দীন, আসাদুর রহমান টিপু, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ মুসা, ইসহাক খান, মহি উদ্দিন রনি, মাহবুব সিদ্দিকী, ওমর ফারুক, এডভোকেট মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ইউনুস, ইমতিয়াজ উদ্দিন অপু, মোহাম্মদ পারভেজ, খোরশেদ আলম, মোহাম্মদ টিপু, মোহাম্মদ আলম, মোহাম্মদ জাবেদ, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।