মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে ডা. সামিনা আকতারের মতো অগণিত মেধাবীর নাম। চালকদের অদক্ষতা ও উদাসীনতায় সাধারণ জনগণ এক অনিশ্চিত জীবনে পতিত হচ্ছে। এখনই সময় এই অস্বাভাবিক মৃত্যুর মিছিলে লাগাম ধরা। সড়ক দুর্ঘটনায় নিহত সামিনা আকতারের মৃত্যুর জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার নামে দুর্ঘটনাস্থলের নামকরণ ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল শনিবার সকাল ১১টায় হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকরা। সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. উযায়ের আফিফ রোহাজের সঞ্চালনায় বক্তারা বলেন, রাস্তায় যানবাহন নাকি মৃত্যুদূত? আমাদের বোন, আমাদের সহকর্মী মেধাবী চিকিৎসক সামিনা আকতারের দুই সন্তান আজ মা হারা। সরকারের কাছে আমাদের চিকিৎসক সমাজের দাবি, বেপরোয়া গাড়ি চালানো থেকে চালকদের বিরত রাখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, আব্দুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. ফজলুল করিম বাবুল, হারুন ইউসুফ, খায়েজ আহমদ ভুঁইয়া, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক আহমদ, হাসপাতাল পরিচালক ডা. নুরুল হক, উপ-পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোশারফ হোসেন প্রমুখ।