করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার ধারায় গত এক দিনে দেশের এক চতুর্থাংশ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি, একশর বেশি রোগী শনাক্ত হয়েছে কেবল ঢাকা আর কঙবাজারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। খবর বিডিনিউজের।
এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ ৯ জানুয়ারি, সেদিন ১ হাজার ৪৯১ জনের সংক্রমণ ধরা পড়েছিল। পরদিনই শনাক্ত রোগীর সংখ্যা ২২ শ ছাড়িয়ে যায়। শুক্রবার সারা দেশে ২ হাজার ৫৮৪ নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২৪ জনের।
সেই হিসেবে গত এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৮ দশমিক ৭১ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৯ দশমিক ৩১ শতাংশ ছিল। আর গতকালের চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ ৯ জানুয়ারি, সেদিন প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ৬ দশমিক ৭৮ জনের কোভিড পজিটিভ হয়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৯৪৪ জনের প্রাণ গেছে এ মহামারীতে। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৯ হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক লাখ ৫৭ হাজার ২৮ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১ হাজার ৬৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৬ শতাংশের বেশি। যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সাতজন পুরুষ এবং ছয়জন নারী। তাদের মধ্যে পাঁচজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের চারজন এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের একজন করে মোট চারজন মারা গেছেন।












