ভারতে এসে নাম কুড়ানো ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন আবার প্রেমে মজেছেন। আমেরিকান ড্রামা সিরিজ ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইক তার এখনকার প্রেমিক বলে খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদপত্রটির বৃহস্পতিবারের এক প্রতিবদনে বলা হয়েছে, প্রায় দুই মাস ধরে গোপনে ‘ডেট’ করছেন এই দুই তারকা। এড ওয়েস্টউইক আর অ্যামি জ্যাকসনের দেখা হয়েছিল সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তখন থেকেই শুরু হয়েছে তাদের রোমান্স। যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য সান বলছে, এড ও অ্যামির মধ্যে অনেক মিল। দুজনেই মজার মানুষ ও ক্যারিয়ার সচেতন। আপাতত তারা একে অপরকে জানাটা উপভোগ করছেন। খবর বিডিনিউজের।
তাদের দুজনকে লন্ডনের রাস্তায় একসাথে সময় কাটাতে দেখা গেছে। এমনকি এড ও অ্যামি প্যারিসে ভ্যালেন্টাইনস ডে একসাথে কাটিয়েছেন বলেও সান খবর দিয়েছে। অ্যামি জ্যাকসন এর আগে হোটেল ব্যবসায়ী জর্জ প্যানাইওতুর সঙ্গে বাগদান করেছিলেন। তাদের একটি ছেলেও রয়েছে। অন্যদিকে এড এর আগে সাউথ আফ্রিকান মডেল তামারা ফ্রান্সেস্কোনির সঙ্গে সম্পর্কে ছিলেন। অ্যামি জ্যাকসন ২০১০ সালে তামিল সিনেমা ‘মাদ্রাসাপাত্তিনাম’ এর মাধ্যমে ভারতীয় সিনেমা জগতে পা রাখেন।












