একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মহানগর আ.লীগের কর্মসূচি

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বিকাল ৩টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মিলনায়তনে স্বাক্ষ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এছাড়াও একুশে ফেব্রুয়ারি সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালোব্যজ ধারণ। এতে মহানগর আওয়ামী লীগের থানা, ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মহান শহীদ দিবসে নগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড, ১৫টি থানায় মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করার জন্য দলীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএই লেডিস ক্লাবের বসন্তবরণ উৎসব
পরবর্তী নিবন্ধক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নাসিবের ভূমিকা গুরুত্বপূর্ণ : ভারপ্রাপ্ত মেয়র