দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের বৈঠক

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি চট্টগ্রামে বসবাসরত নেতৃবৃন্দের এক বৈঠক সম্প্রতি নগরীর আগ্রাবাদস্থ একটি হোটেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, ইলিয়াস উদ্দীন, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, হাসান মুরাদ, আব্দুর রহিম জিল্লু, আব্দুল্লাহ আল মামুন, মেজবাহ উদ্দিন মোর্শেদ, আশিকুরনব্বী, সাইমুলরিয়াদ সামি, গোলাম কিবরিয়া, ইয়াছিন আরাফাত, মনিরুল হাসান রাজু, শওকত আলম, মোরশেদুল আলম রাসেল, দেবাশীষ আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াত দেশবিরোধী অপতৎপরতা শুরু করেছে। নিজেদের স্বার্থসিদ্ধি করতে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে লিপ্ত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য দুই হাজার বিশ কোটি টাকার মেগা প্রজেক্ট দিয়েছেন। এজন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া বৈঠকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলার ইউনিট, ওয়ার্ড, থানা, মহানগর ও জেলা কমিটিগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাদের যোগ্যতার মাপকাটিতে মূল্যায়ন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণ শ্রমিকদের আর্থিক প্রণোদনা প্রদানের দাবি
পরবর্তী নিবন্ধমিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করা ঠিক নয়