চার বছর পালিয়ে পুলিশের হাতে ধরা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ১২:১৯ পূর্বাহ্ণ

চার বছরের সাজাপ্রাপ্ত ও দুই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কার্তিক বৈদ্য প্রকাশ বাবুকে (৬২) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কার্তিক বৈদ্য নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকার কৈবল্যধাম ক্ষেত্রমোহন বৈদ্যর ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম আজাদীকে বলেন, চার বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত ও দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি কার্তিক বৈদ্য লালদীঘি এলাকায় অবস্থান করতে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আকবরশাহ থানায় হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডা. সামিনাকে বহনকারী রিকশা চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটায়ার পুড়িয়ে কালো তেল তৈরি! সীতাকুণ্ডে কারখানা সিলগালা