চন্দনাইশ হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকসহ আহত ২

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০৩ অপরাহ্ণ

চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসা এক রোগীর ইসিজি করানোকে কেন্দ্র করে উত্তেজিত রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকসহ ২ জন আহত হয়েছেন।

তারা হলেন কমিউনিটি মেডিকেল অফিসার রাসেল বসাক (৩৪) ও নৈশ প্রহরী নুরুল ইসলাম (৫৫)।

আজ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ, মো. নুর উদ্দীন জানান, আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলার বৈলতলী থেকে রাজিয়া বেগম (৬০) নামে একজন রোগী নিয়ে আসেন কয়েকজন। এসময় জরুরি বিভাগের চিকিৎসক রাসেল বসাক রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসতে বলেন এবং যা যা করণীয় হাসপাতালের পক্ষ থেকে করা হবে বলে জানান। এসময় রোগীর স্বজনরা বলেন, আপনাদের ইসিজি করাতে বলছি, ইসিজি করান। এরই মধ্যে ইসিজি মেশিন অপারেটরকেও কল করা হয় এবং তিনিও দ্রুত চলে আসেন। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা শুরু করে এবং ডা. রাসেল বসাক ও নৈশ প্রহরী নুরুল ইসলামকে মারধর করে আহত করে। এসময় তারা হাসপাতালের সেপ্টিগ্লাস, চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করে তছনছ করে।

তিনি জানান, পরে ইসিজি রিপোর্টে রাজিয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা।

রোগীর ভাই ফরিদ উদ্দীন ভূইয়া সাংবাদিকদের জানান, তার বোন রাজিয়া বেগম আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় স্বজনরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রাজিয়া বেগমকে মৃত বলে জানান। পরে স্বজনরা ঐ অবস্থায় রাজিয়া বেগমকে হাসপাতালে নিয়ে আসে এবং এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রাজিয়া বেগম বৈলতলী ইউনিয়নের লাল মিয়ার বাড়ির মৃত আবদুল হকের স্ত্রী।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন হোসাইন চৌধুরী জানান, হাসপাতালে রোগীর স্বজনদের হামলার বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত চন্দনাইশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএবার সিএনজিতে ফেলে যাওয়া ল্যাপটপ ফিরে পেলেন যাত্রী
পরবর্তী নিবন্ধশপথ নিলেন চন্দনাইশের নবনির্বাচিত ৭ ইউনিয়নের সদস্যরা