লক্ষ্মী নারায়ণ ও গৌর নিতাই বিগ্রহের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব চারদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে মধ্যম মোহরা গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য। তাপস কুমার নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান অমিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, রবিশ্বরানন্দ পুরী মহারাজ, গিরিজানন্দ পুরী মহারাজ, অক্ষরানন্দ পুরী মহারাজ, কানন দেবী প্রিয়ম গদাধর গোস্বামী, গদাধর দাস ব্রহ্মচারী, শ্রীপাদ সর্বমঙ্গল গৌর দাস ব্রহ্মচারী, শ্রীল অনুপ গোস্বামী মহারাজ। প্রেস বিজ্ঞপ্তি।