শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রে পিঠা উৎসব

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদফতর পরিচালিত চট্টগ্রাম শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আশ্রিত সুবিধাবঞ্চিত নিয়ে পিঠাপুলি উৎসব, শিশু বরণ, সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর ইউএনও মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মো. মমিনুল হক, ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আলী আকবর প্রমুখ। অতিথিবৃন্দ কেন্দ্রের উন্মুক্ত মাঠে স্টল পরিদর্শন করেন। স্টলে বাহারি স্বাদের পিঠাপুলির সংযোগ ঘটানো হয়। এরপর কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার সভাপতিত্বে শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তিনি বলেন, সমাজের ঝুঁকিতে থাকা পথশিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১২ সাল থেকে আমরা কাজ করে যাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিকআপ চাপায় নিহত পরিবারের পাশে জাগো হিন্দু পরিষদ
পরবর্তী নিবন্ধশঙ্খের দু্‌ই পাশের দখল উচ্ছেদ ও ভাঙন রোধের দাবি