চিটাগাং ক্লাব আয়োজিত আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্লাবের ব্যাডমিন্টন কোর্টে গত ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। ফাইনাল খেলায় লেডিস সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন জাবেরিয়া ফজল, রানার আপ হন নাসরিন আক্তার। লেডিস ডাবলসে চ্যাম্পিয়ন হন বেলিনা নাজরিন বেলি, ফারজানা হাকিম ও রানার্স আপ হন ফাহমিদা জাফরিন ও জাবেরিয়া ফজল। ম্যানস্ ডাবলসে চ্যাম্পিয়ন হন মোরশেদুল আলম ও আব্দুল নুর খান এবং রানার্স আপ হন মফিজ আহমেদ জাহেদ ও ফখরুল আনাম চৌধুরী। ম্যান্্স সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন শামসুল ইসলাম মিয়া ও রানার্স আপ হন রাকিব আক্তার নিজাম।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে সাবেক সিসিএল চেয়ারম্যান ডা. ওমর ফারুক ইউসুফ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাডমিন্টন সাব কমিটির কনভেনার ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার। সাবেক মেম্বার ইনচার্জ ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে সাবেক সিসিএল চেয়ারম্যান প্রফেসর ডা. সাইফুদ্দিন মো. তারেক,সিসিএল কমিটি মেম্বার অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, প্রয়াত আব্দুর রহমান মিয়া তনয় আমিনুল ইসলাম মিয়া, রফিকুল ইসলাম মিয়া বাবুল ও শামসুল ইসলাম মিয়া সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।