মুজিববর্ষ সিজেকেএস-অনুপ বিশ্বাস তায়কোয়ানডো লিগ আগামীকাল ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় শুরু হবে। মোট ৩৫টি দলের অংশগ্রহণে ১৪ টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিজেকেএস জিমন্যাশিয়ামে লিগের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। পরদিন ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় লিগের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। লিগ পরিচালনায় সর্বমোট ১,৬৭,৪২০ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। উক্ত বাজেটের এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স প্রদান করবে। বাকী টাকা সিজেকেএস তহবিল বহন করবে। লিগ শুরু উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস তায়কোয়ানডো কমিটির সম্পাদক অনুপ বিশ্বাস। সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ, আবদুল্লাহ-আল-নোমান, হারুন অর রশীদ প্রমুখ।