সামপ্রতিক সময়ে সাকিব আল হাসান ও বাংলাদেশ জাতীয় দল নিয়ে দেখা দিয়েছে এক প্রকার ভুল বুঝাবুঝি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ কেরতে চাইলেও টেস্ট সিরিজে খেলতে চাইছেনা সাকিব। বারবার তিনি ছুটি নিচ্ছেন। আর তা নিয়ে প্রতিবারই প্রশ্ন ওঠে। বিশেষ করে আইপিএলের সময় এলে এই আলোচনা বেড়ে যায় আরও। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব। সেটা এরই মধ্যে জানাজানি হয়ে গেছে। কারন হিসেবে বলঅ হচ্ছিল আইপিএলে শুরু থেকেই খেলতে চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফলে এখন তার টেস্ট সিরিজ খেলতে কোনো বাধা নেই।
তবুও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন কি না সাকিব তা এখনও পরিষ্কার নয়। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করলেই জানা যাবে। এর মাঝেই সাকিবকে জাতীয় দলের সব খেলাই খেলার পরামর্শ দিলেন তার ছোটবেলার কোচ ও মেন্টর নাজমুল আবেদিন ফাহিম। বরিশালের অনুশীলনে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সাকিবের সামনের ক্যারিয়ার ভাবনা কেমন হওয়া উচিত সে বিষয়েও কথা বলেছেন ফাহিম। তার পরামর্শ হলো, গুরুত্ব বুঝে বুঝে সামনের সব খেলায় থাকা উচিত সাকিবের। কেননা এখন বয়স হয়েছে তার। তাই শরীরের দিকটিও বিবেচনা করার পরামর্শ দিয়েছেন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম বলেন এটা নিয়ে আসলে আলাদা করে কোনো কথা হয়নি। সাকিব কি খেলতে যাচ্ছে বা না খেলবে সে বিষয়ে কোনো কথা হয়নি। সাকিবের জন্য আমার পরামর্শ থাকবে সব খেলার।