কক্সবাজার ও টেকনাফ সড়কের উখিয়ার হীরার দ্বীপ এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়া টিএন্ডটি এলাকার বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশা চালক ইমাম হোসেন (৩৫) ও যাত্রী একই এলাকার নজির আহমদ (৬০)। আহতদের নাম, পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী-শিশুসহ আরও অন্তত ৩ জন। খবর বাসসের।
গতকাল বুধবার সকালে উখিয়ার মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ জানান, টেকনাফগামী একটি কাভার্ডভ্যানের সাথে কঙবাজারগামী যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং চালক ও নারী-শিশুসহ আরও চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অটোরিকশার চালক মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায় এবং বাকীদেরও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর অটোরিকশার চালক মারা যান।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। গাড়ি দুটি জব্দ এবং কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও আহতদের নাম, পরিচয় এখনো পাওয়া যায়নি।