প্রিমিয়ার ক্রিকেটে জয়ে শুরু বন্দরের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

অবশেষে মাঠে গড়াল চট্টগ্রামের ক্রিকেটের সবচাইতে বড় আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে জিতে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি একাদশ। লিগের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়েছে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি দল। স্বল্প রানের এই লড়াইয়ে দু’দলের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলতে নেমেছিলেন বন্দর দলের হয়ে। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি আশরাফুল। তারপরও তার দল জিতেছে স্থানীয় ক্রিকেটার মঈনুদ্দিন রুবেলের দুর্দান্ত ৭৩ রানের ইনিংসের উপর ভর করে। বোলারদের দাপটের ম্যাচে দিন শেষে হাসি বন্দর দলের। টসে জিতে ব্যাট করতে নামা মুক্তিযোদ্ধা শুরুটা ভাল করতে পারেনি। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর পাপ্পু এবং সুজন মিলে ৩৮ রান যোগ করেছিলেন। ৪৪ বলে ৪৬ রান করা পাপ্পু ফিরে এলে ভাঙ্গে এ জুটি। এরপর সুজনকে নিয়ে আরো ৪৪ রান যোগ করেন সৌরভ। ৪৬ বলে ২৯ রান করা সুজন রান আউট হয়ে ফিরলে শুরু হয় মুক্তিযোদ্ধার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। একপ্রান্ত আগলে রাখা সৌরভ অপর প্রান্তে কেবলই আসা যাওয়া দেখেছেন সতীর্থদের। ফলে ৪২ ওভারে ১৭১ রানে শেষ হয় মুক্তিযোদ্ধার ইনিংস। সৌরভ ৮৬ বলে করেন ৫১ রান। আর ১৬ রান করেন মামুন। দলের সাতজন ব্যাটার পারেননি দুই অংকের ঘরে যেতে। বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির পক্ষে আবির নিয়েছেন ৩১ রানে ৪ উইকেট। ৩৪ রানে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নামা বন্দর ক্রীড়া সমিতি শুরু থেকেই উইকেট হারাতে থাকে। চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ আশরাফুল খেলেছেন ৭ বল। কিন্তু রানের খাতা খুলতে পারেননি। রিফাতের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা রুবেল শক্ত হাতে একপ্রান্ত আগলে রাখেন। ৯৮ বলে ৮টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৭৩ রান করা রুবেল ষষ্ঠ উইকেট হিসেবে যখন ফিরেন তখন তার দল পৌঁছে গেছে ১৫৯ রানে। শেষ পর্যন্ত ইনজামামের ৭০ বলে ২৯ রানের উপর ভর করে ৪৩.৫ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বন্দর ক্রীড়া সমিতি। ১৮ রান করেন আবির। ১০ আসে সাজ্জাদের ব্যাট থেকে। দলের ৫ জন ব্যাটার পারেননি দুই অংকের ঘরে যেতে। মুক্তিযোদ্ধার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সৌরভ, রিফাত এবং মামুন। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলি আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশ্যুটিংয়ে আবারো ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩০.৯৯ কোটি টাকা