জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শব্দনোঙর আবৃত্তি সংগঠনের আয়োজনে গতকাল ‘শব্দনোঙর বসন্ত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বিকালে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। শব্দনোঙর সভাপতি বাচিকশিল্পী হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম খান, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মো. আবদুল কাদের, সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, সুমন দেবনাথ, সরোয়ার আমিন বাবু, বাচিকশিল্পী দিলরুবা খানম।
এ সময় ড. অনুপম সেন বলেন, বসন্ত চির আনন্দের বার্তা। বসন্ত কোন কালে সীমাবদ্ধ নয়। আমাদের জীবনে আরো অনেক বসন্ত আসুক এ প্রত্যাশা।
প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সকল সাংস্কৃতিক আন্দোলনের প্রদর্শক। আর শব্দনোঙর চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ওমর কায়সার, বিজন মজুমদার, জিন্নাহ চৌধুরী, সুপ্রতিম বড়ুয়া, অনামিকা তালুকদার, ফরিদ বঙ্গবাসী, দিদারুল ইসলাম, শাহারিয়া পারভীন রোজী, সারবান তহুরা, সঞ্জয় সুন্দর, নাসরিন হীরা, সায়েম উদ্দীন, নাঈম উদ্দীন, মৌপিয়া বিশ্বাস, মো. হানিফ, সাবিহা আক্তার, রাশেদ হাসান, মো. মছরুর হোসেন, মাহবুবুর রহমান মাহফুজ, সেলিম রেজা সাগর, সঞ্জয় পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।