আইসিইউর চিকিৎসক নিজেই আইসিইউতে

দুর্ঘটনায় গুরুতর আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুর সামনে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তার নাম সামিনা আক্তার। তিনি ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়েল হসপিটালের মেডিকেল অফিসার। হাসপাতালে আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত ১১টার দিকে রিকশা করে লালখান বাজারের দিক থেকে কাজির দেউড়ির দিকে যাচ্ছিলেন ডা. সামিনা। রেডিসন ব্লুর সামনে পেছন থেকে সিএনজি টেঙি তাকে বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত তিনি। পরে পথচারীরা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে নিয়ে যায়।
গত রাত পৌনে ১২টার দিকে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজাদীকে বলেন, আহত চিকিৎসক আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। সিএনজি টেঙি ও রিকশাটি জব্দ করা হয়েছে।
ডা. সামিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সবুজ নামে এক পথচারী সাংবাদিকদের বলেন, আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটি রিকশাকে পেছন দিক থেকে একটি সিএনজি টেঙি ধাক্কা দিলে রিকশায় থাকা নারী যাত্রী রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিক উনি অজ্ঞান হয়ে পড়েন এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আমরা গাড়ি দুটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়ে দুর্ঘটনার শিকার চিকিৎসককে হাসপাতালে নিয়ে যাই।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধজাল রেভিনিউ স্ট্যাম্প কোর্ট ফি ও ডাকটিকিট